সংবাদ শিরোনাম ::
বাহুবলে এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবলে এতিম কিশোরী (১৬) কে ধর্ষণের অভিযোগে দুই টমটম চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে মডেল থানার এস আই বুলবুল সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হল, উপজেলা সদরের হাফিজপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র ওয়ারিছ মিয়া (২৫), গোহারুয়া গ্রামের মৃত ছন্দু মিয়ার পুত্র তাজুল ইসলাম (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সুত্র জানায়, ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল একই গ্রামের তাজুল ইসলাম। গত শুক্রবার রাতে তাজুল তার আরেক সহযোগী টমটম চালক ওয়ারিছকে নিয়ে রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলে এস আই বুলবুল সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি। বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।