চুনারুঘাটে আরও ২২ জনকে পুশইন করেছে বিএসএফ

- আপডেট সময় : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকার ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে আরও ২২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হবিগঞ্জ ব্যাটালিয়ন।
শুক্রবার (৩০ মে) ভোরে তাদের পুশইন করা হয়। তাদের মধ্যে ৯ পুরুষ, আট নারী এবং পাঁচ শিশু রয়েছে।
কালেঙ্গা বিওপির কমান্ডার নায়েক সুবেদার সৈয়দ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ পেয়ে একই উপজেলার কালেঙ্গা বিওপির বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় তারা সকলেই বাংলাদেশি নাগরিক এবং তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
আটককৃত ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার জোহর আলী (৮০) মো. আরিফ (১৯), মো.আসাদুল (৩০), আছিয়া বেগম (৬০), আশরাফুল (৩৫), জাহানারা (৩০), কাকলী (১০), মোছা আশরাফী (৩৫), উলিপুর উপজেলার আমিনুল ইসলাম (৩৫), মোছা আফরোজা (২৪), ফুলবাড়ি উপজেলার আব্দুল হামিদ (৪২), রেহেনা বেগম (৪০), সুজন (২২), হাসি খাতুন (১৮), পারভীন (২১), মো. শাহীনুর (৩), হাসানুর (৭), নজরুল ইসলাম (৫০), ফাতেমা বেগম (৪৭), ইমরান হোসেন (২০), সাবিনা (২৩) ও ইসমাইল হোসেন (০২)।
উল্লেখ্য গত ২৬ মে ভোর রাতে কালেঙ্গা সীমান্ত ফাড়ি এলাকায় আরো ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ।