আজিমিরীগঞ্জের মালেশিয়া প্রবাসীর মৃত্যুর ১৪দিন পর বাড়িতে আসছে লাশ

- আপডেট সময় : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের এক মালেশিয়া প্রবাসীর মৃত্যুর ১৪দিন পর লাশ আসলো নিজ দেশে।
সুখ দেখার পূর্বেই মালয়েশিয়া থেকে বাড়িতে ফিরলো প্রবাসী মহিবুর’র(৩০)লাশ।
পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না প্রবাসী মহিবুর খা’র।
মা,স্ত্রী ও সন্তানের স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো।
সবে মাত্র ঋণ পরিশোধ করে সুখের মুখ দেখা শুরু হয়েছিলো নিহত মহিবুর ও তার পরিবারের।
এই সুখ শুরু হতে না হতেই না ফেরার দেশে পারি জমিয়েছেন মহিবুর খা।
নিহত প্রবাসী মহিবুর খা আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা তাজুল খা’র ছেলে।
জানা যায়, গত ১৫মে (বৃহস্পতিবার) হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান তিনি।
ঘটনার ১৪দিন পর আজ ৩০মে (শুক্রবার)সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মালয়েশিয়া থেকে লাশ আসে।
সেখান থেকে আত্মীয় স্বজন লাশটি রিসিভ করে বাড়ির উদ্যেশে রওয়ানা দিয়েছেন।
এদিকে ১৪দিন পর লাশটি দেশে এসেছে এমন খবরে লাশটি এক নজর দেখার অপেক্ষায় দূর দূরান্ত থেকে আত্বীয় স্বজন সহকারে গ্রামবাসী পরিবারের লোকজনের সাথে অপেক্ষার প্রহর গুনছেন।