সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দুই যুবলীগ কর্মী গ্রেফতার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২১০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের দু’ যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই মিজানুর রহমান উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাত ফাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো চৌমুহনী ইউনিয়নের সাতফাড়িয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম মিয়া (৩৭) ও একই গ্রামের আব্দুল শহীদ এর ছেলে ইউনিয়নের সহসভাপতি মোঃ হাবিবুল ইসলাম (৪৫)।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মারধোর, ভাংচুর, অগিসংযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।