চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করেছে, বিএসএফ:

- আপডেট সময় : ০২:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশীকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী।
সোমবার ( ২৬ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া।
খবর পেয়ে কালেঙ্গা ক্যাম্পে আসেন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক (এডি) হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম কালেঙ্গা আসেন।গভীর রাতের যেকোনো সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে কাঁটাতারের গেইট খুলে ১৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করা হয়।
পুশইন লোকজন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দ।তারা বিশ বছর পুর্বে রুটি রুজির তাগিদে ভারতের হরিয়ানায় ইটভাটাই শ্রমিকের কাজ করতেন বলে জানান। তারা হলো-লোকমান হোসেন (৬৫), স্ত্রী কিসমন (৫৪), ছেলে ইসলাম (২৬), ইসমাইল (২৪), মেয়ে আফরোজা (২৯), ছেলের স্ত্রী জেসমিন (২৩), মেয়ে রেশমা (৫), ছেলের স্ত্রী কাকলি বেগম (২২), ছেলে শাহজাহান (২), নিলুফা (১১), ওবায়দুর (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন (১৪), আবুল মিয়া (৫২),জাহানারা (৪০), আলম (১১), রবিউল (১৪), ছখিনা (৬০), পুরুষ ৮ জন মহিলা ১১ জন।