সংবাদ শিরোনাম ::
আইনজীবী সহকারি শিটন চৌধুরীর সমিতির কার্ড বাতিল

এম এ রাজা
- আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে
সমিতির টাকা আত্মসাতসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে হবিগঞ্জ জেলা আইনজীবী সহকারি সমিতির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক রজত কান্তি চৌধুরী শিটনের (কার্ড নং-৩৫২) বাতিল করা হয়েছে। গত ২২ মে জেলা এডভোকেট সমিতির এক আদেশে তার কার্ড বাতিল করা হয়। এমতাবস্থায় আইনজীবী সহকারি শিটন তার সাথে কোনো মামলা মোকদ্দমা বা এতদ্বসংক্রান্তে কোনো লেনদেন না করার জন্য সকলকে অবগত করা হলো। যদি কেউ তার সাথে আর্থিক লেনদেন করেন তাহলে আইনজীবী সহকারি সমিতি কর্তৃপক্ষ কোনো অভিযোগের দায়ভার নিবে না। প্রসঙ্গত, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর শিটন চৌধুরী সমিতির টাকা আত্মসাতসহ কার্ড নবায়নসহ নতুন কার্ড করে দেবার কথা বলে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করে। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা এডভোকেট সমিতিকে অবগত করা হয়।