বাহুবলে মহাসড়কে পিকআপ ভ্যান চাপায় নারী নিহত

- আপডেট সময় : ০৯:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান চাপায় পথচারী নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার দ্বিগাম্বর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়,বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে ও মৃত ইসাহাক আলীর স্ত্রী মোছাঃ মিনারা বেগম (৫৫), বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে দ্বিগম্বর বাজার এসে ঘুরাফেরা করছিলেন।এমতাবস্থায় ঢাকা মেট্রো-হ- ১৫-০৯২৮ পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এসময় পথচারী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মিনারা বেগমকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ মিজান রহমান শাহীন মিনারা বেগম(৫৫)কে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মিনারা বেগম স্থানীয় ওয়ার্ড মেম্বার সোনা মিয়ার বোন এবং তিনি নিঃসন্তান ছিলেন।
খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত লাশ হাসপাতালে ছিল।