লাখাইয়ে মনতৈল গ্রামে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেয়ায় লিখিত অভিযোগ দায়ের

- আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে
লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে ৪নং ওয়ার্ডের অন্তর্গত বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বাড়ী হইতে শ্যামপুর পর্যন্ত এলাকার বৃষ্টির পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেয়ায় মৃত নবীর হোসেনের ছেলে আমীর হোসেনের বিরুদ্ধে মনতৈল গ্রামের ৪নং ওয়ার্ডের জনগণের পক্ষে ৫০ জন ব্যক্তি বুধবার ২১ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এক লিখিত আবেদন করেছে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায় একই ওয়ার্ডের আমীর হোসেন পানি নিষ্কাশনের রাস্তা মাটি দ্বারা ভরাট করার কারণে এলাকার স্কুলগামী ছাত্র ছাত্রী, জনসাধারণ ও যানবাহন চলাচলে জলবদ্ধতার কারণে হুমকির মুখে পড়েছে। জলবদ্ধতার নিরসনে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে দীর্ঘদিন যে রাস্তা দিয়ে পানি নিষ্কাশন হতো সেই রাস্তাটি মাটি ভরাট করে বসতভিটা তৈরী করায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে করান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভুক্তভোগী জনগণের সাথে আলাপ কালে তারা জানান, আমীর হোসেন গত ২ বছর আগে বসত ভিটা তৈরীর সময় ইউপি চেয়ারম্যান ও এলাকার জনসাধারণে মৌখিক বাধা অমান্য করে আমীর হোসেন বসত ভিটা তৈরী করে এলাকার পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দিয়েছে তাই আমরা এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এ সংক্রান্ত বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি এবং সহকারী কমিশনার ভুমি কাজী শারমিন নেওয়াজ কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।