লাখাইয়ে পার্টানার কংগ্রেস কর্মশালায় অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
লাখাইয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রোগ্রাম অব এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রেয়ন এন্টাপ্রেনারশীফ রেফিলিয়েশন ইন বাংলাদেশ ( পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন এ পার্টনার কংগ্রেস উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাশ অনুপের এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত।
স্বাগত বক্তব্যে পার্টনার প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের অগ্রগতির বিশদবিবরন তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
আলোচনায় অংশ নেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ তালুকদার, এনজিও প্রতিনিধি কামরুল ইসলাম, উদ্যোক্তা কৃষক ফজলে রাব্বি জিসান, খাইর উদ্দিন প্রমূখ।
সভায় বক্তাগন বলেন হাওরবেষ্ঠিত লাখাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। একসময়ের খোরপোষের কৃষি ব্যবস্থাপনা থেকে বানিজ্যিক কৃষিতে উন্নীত হয়েছে। কৃষিতে এসেছে বহুমুখীতা।বর্তমানে নিরাপদ কৃষি পন্য উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে কৃষকেরা। বাজার চাহিদা অনুযায়ী ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষকেরা ভাল মূল্য পাচ্ছে। দিন দিন উচ্চমূল্যের দেশী-বিদেশী ফসলের আবাদ বেড়ে চলছে। মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ও বালাই নাশক এর দিকে ঝুঁকছে কৃষকেরা। কৃষিতে অপার সম্ভাবনাময় ও উদ্বৃত্তের উপজেলা হওয়া সত্ত্বেও কিছু সমস্যা ও সীমাবদ্ধতা লাখাইয়ে নিরাপদ শস্য উৎপাদনে অন্তরায়।লাখাইয়ে কৃষির কাংখিত উন্নয়নে প্রধান অন্তরায় পরিবেশ দুষন ও হবিগঞ্জের উজানে গড়ে উঠা শিল্প কারখানার শিল্প বৈর্জ।
লাখাই উপজেলার প্রধান ও দীর্ঘ নদী সুতাং ভয়াবহ শিল্প বৈর্জের কবলে পড়ায় একদিকে নিরাপদ ফসল উৎপাদন হুমকিতে অন্য দিকে জমির উর্বরতা শক্তি ক্রমাগত হ্রাস পাচ্ছে।