সংবাদ শিরোনাম ::
প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে অশ্লীল বিডিও ধারন করে ফেইসবুকে ভাইরাল
বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৪২৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবলে প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে অশ্লীল বিডিও ধারন করে ফেইসবুকে ভাইরাল। এ ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০।
বুধবার (১৪ মে) বিকাল ৫টার দিকে উপজেলার নারিকেলতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার নারিকেলতলা গ্রামের পশ্চিম পাড়ার শাহ্ লাল মিয়ার ছেলে শাহ্ তোফায়েল মিয়া (৩০) ও একই গ্রামের হাজী বাড়ির প্রবাসী নাসির মিয়ার স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে কোন এক সময় প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মধ্যে ভাইরাল হয়। এ ঘটনায় হাজী বাড়ি ও পশ্চিম পাড়ার লাল মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জের ধরে বুধবার বিকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে নারিকেলতলা গ্রামের মোতালিব মিয়া (৩৫), আব্দুল আহাদ (৬০), আব্দুল হক (৫৫), ইমাম উদ্দিন (৫০), শফিক মিয়া (৩৫), আব্দুল মন্নান (৫৫), ছাইম উল্লাহ (৬০) কে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় আব্দুল মন্নান কে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনা স্হলে বাহুবল মডেল থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।