হবিগঞ্জ সরকারী মেডিকেল কলেজ রক্ষার দাবীতে বাহুবল প্রেসক্লাব ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সরকারী মেডিকেল কলেজ রক্ষার দাবীতে করণীয় নির্ধারণে বাহুবল প্রেসক্লাব ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ।
রবিবার (১১ মে) বিকেল ৪টায় উপজেলার মিরপুর ইসলামি একাডেমিতে বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীরের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ এর উপদেষ্টা শফিকুল বারী আউয়াল, স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, বাহুবল প্রেসক্লাব সদস্য জুবায়ের আহমেদ, হুমায়ুন কবীর, সাবেক জেলা ছাত্রশিবির এর শিক্ষা বিষয়ক সম্পাদক জমির আলী, ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামি সভাপতি মাওলানা নুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ এর সদস্য কায়সার আহমেদ চৌধুরী জনি, সৈয়দ আজহারুল হক, হাসবি সাইদ চৌধুরী, এড. কামরুজ্জামান খান ইমরান, সাংবাদিক আমির আলী, সাব্বির আহমেদ, পাভেল মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন আমরা হবিগঞ্জবাসী দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। অনেক দরিদ্র মানুষ টাকার অভাবে সিলেট ও ঢাকা গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ থাকলে জেলার গরীব দুঃখী ও অসহায় মানুষ সঠিক চিকিৎসা পাবে। হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় আমরা যা যা করণীয় তাই করবো। কেউ যদি মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্র করে জেলাবাসীকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।