জড়িতদের ধরতে ১২ ঘন্টার আল্টিমেটাম, না করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি
হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ ৪জনের উপর সন্ত্রাসী হামলা!

- আপডেট সময় : ১০:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত তিন সমন্বয়কদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন শেষে ফেরার পথে স্টাফ কোয়ার্টার এলাকায় নার্সিং ইনস্টিটিউটের সামনে হামলা চালায় ৬-৭ জন সন্ত্রাসী। সমন্বয়কদের দাবি অন্ধকারে পরিকল্পিত ভাবে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মাহদীর উপরে হামলা চালায়। এ সময় তারে রক্ষা করতে গেলে তার সাথে থাকা আরও দুইজন আহত হন।
আহত মাহদী হাসান “হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ”-এর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, বাকি তিনজন হলেন মোঃ রকি, অন্তর মিয়া ও সাইদুল।
ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদারের নেতৃত্বে শহরের টাউনহলের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যদিও জয় বাংলা বলে তাদের উপরে হামলা করা হয়েছে মূলত তারা আওয়ামী লীগ নয়। অন্য একটি কুচক্রী মহল সন্ত্রাসী গোষ্ঠী তাদের বিরুদ্ধে প্রশাসনকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এসময় আরিফ তালুকদার হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আগামী ১২ ঘন্টার মধ্যে এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে যদি পুলিশ ব্যর্থ হয়, তাহলে তারা হবিগঞ্জ সদর মডেল থানা ঘেরাও করবেন ।
এ বিষয় আহত সমন্বয়ক মাহদী হাসানের সাথে যোগাযোগ কার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
আহবায়ক আরিফ তালুকদারের সাথে সরাসরি কথা বললে তিনি জানান, আমাদের ধারণা আক্রমণকারীরা সন্ত্রাসী-গোষ্ঠী আওয়ামী লীগের কেউ নয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার অনান্য নেতাদের দাবি যারা পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে তাদের সনাক্ত করে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।