সংবাদ শিরোনাম ::
মাধবপুরে চলন্ত বাসে হামলা চালকের অবস্থা আশঙ্কাজনক

জাবেদ তালুকদার
- আপডেট সময় : ১২:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ৭৫৮ বার পড়া হয়েছে
মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় এনা পরিবহনের একটি চলন্ত বাসের চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো-ব ১৪-৮৩৯৫) মনতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িচালক গিয়াস উদ্দিন গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। যাত্রীদের মধ্যে বিরাজ করছে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গুলি নয়, গাড়ি উদ্দেশ্য করে ডিল মারা হয়েছে। গাড়ির অভ্যন্তরীন বিষয় নিয়ে বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।