হবিগঞ্জে নকল টিভি বিক্রি করায় ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা।

- আপডেট সময় : ০৯:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানির এজেন্ট পরিচয় দিয়ে নকল টিভি বিক্রি করার অপরাধে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফ এলাকার গ্রিন লাইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন (তোশিবা ইলেকট্রনিক্স) নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ১৫ হাজার টাকা অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বিকেলে এক অভিযোগ শোনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী রোড ( বাণিজ্যিক এলাকায়) অবস্থিত গ্রিন লাইন ইলেট্রনিক্স টেনোলজি নামে একটি প্রতিষ্ঠান নিজেদের স্যাসসাং ইলেকট্রনিক্স কোম্পানির হবিগঞ্জ জেলা এজেন্ট দাবি করে সম্প্রতি ওয়াদুদ মাহমুদ চৌধুরী নামে হবিগঞ্জ শহরের একজন বাসিন্দার কাছে স্যাসসাং মডেলের একটি টিভি বিক্রি করেন।এ টিভি বিক্রিকালে তাঁরা টিভিটি স্যামসাং মডেল দাবি বরে ৫ বছরের ওয়ারেন্টি দেন। ওয়াদুদ মাহমুদ এ টিভি কিছুদিন ব্যবহারের পরই তা বিকল বা নষ্ট হয়ে যায়। পরে তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির মালিক সফিক আহমেদ রাজিব এ টিভি বদল করে দিতে অস্বীকৃতি জানান। এমনকি ক্রেতার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে ওয়াদুদ মাহমুদ চৌধুরী গত মার্চ মাসের প্রথম দিকে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদন্ত করে প্রমান প্রায় ওই প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানির কোন এজেন্ট নয়। বা যে টিভিটি বিক্রি করা হয় তাও স্যামসাং কোম্পানির কোন টিভি নয়।
এ নিয়ে আজ সোমবার বিকেল ৪ টায় জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তায়ের করা অভিযোগের শোনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গ্রিন লাইন ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মালিক সফিক আহমেদ রাজিবকে নগদ ১৫ হাজার টাকা অর্থ জরিমানা করেন।
হবিগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এ জরিমান সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডিত প্রতিষ্ঠানটি নিজেদের স্যামসাং এর স্থানীয় এজেন্ট পরিচয় দিয়ে নানা রকম ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে আসছিল। এর প্রমান পাওয়ায় তাঁকে ১৫ হাজার অর্থ জরিমানা করা হয়।