শায়েস্তাগঞ্জের জগতপুরে আব্দুর নূর নামের এক ব্যক্তি আদালতের আদেশ অমান্য করে আপন চাচীর জমিন দখলের অভিযোগ

- আপডেট সময় : ১০:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের আব্দুর নূর নামের এক ব্যক্তির বিরোদ্ধে আদালতের আদেশ অমান্য করে আপন চাচী রাহেলা আক্তারের জমিন দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে।
এঘটনায় দখলকারী আব্দুর নূরকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে হবিগঞ্জ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৮ আদালতে রাহেলার স্বামী আব্দুল জলিল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ আইন ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ প্রতিকার এর বিধান মতে দখলকারীদের হাত থেকে জমিন উদ্ধারের জন্য গত ২১ এপ্রিল মামলা দায়ের করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার নং সি আর ১১৮/২৫। মামলা সূত্রে জানা যায়, বিগত সময়ে আসামী আব্দুর নূর গংরা ওই মহিলার জমিটি দখলের চেস্টা করলে তাদের বিরুদ্ধে ১৪৪ ধারায় একটি মামলা করেন রাহেলার স্বামী মামলা নং ১৬৩/২৩ শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ।
এরই প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত গত বছরের ১১ মার্চ রাহেলার পক্ষে এবং আব্দুর নূরের বিরোদ্ধে আদেশ প্রধান করেন। আদেশে উল্লেখ করা হয় ওই জমিতে আব্দুর নূর গংরা প্রবেশ করতে পারবে না।
এরপরও আদালতের এই আদেশ অমান্য করে আব্দুল নূর গংরা জমিতে পূনরায় দখল করার চেস্টা করে জমিতে গর্ত করে মাঠি তুলে নেয়।