ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনকে সামনে রেখে হবিগঞ্জে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৯:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে ইসরাইলিই আগ্রাসন প্রতিবাদে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনকে সামনে রেখে হবিগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে স্থানীয় প্রেসক্লাবে ফ্রি ফিলিস্তিন পরিষদ উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আগামী ২৬ শে এপ্রিল শনিবার সকাল ৯ ঘটিকায় ৫ দফার দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইসলামি যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি এস এম সরওয়ার বলেন আমরা এক গভীর বেদনাবিধুর মুহূর্তে একত্রিত হয়েছি ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ রক্তাক্ত।
শিশু নারী বৃদ্ধ কেউ রক্ষা পাচ্ছে না ঘর বাড়ি ধ্বংস হাসপাতাল মসজিদ পর্যন্ত তাদের লক্ষ্য স্থান।
এই এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়। ইসরাইলি রাষ্ট্রীয় যন্ত্রে নির্মম আগ্রাসনকে বাংলাদেশ ইসলামী যুবসেনার পক্ষ থেকে আমরা এই নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন এর বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ কার্যকর পদক্ষেপ দাবি করছি। আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের ভূমি মুসলিম উম্মাহর পবিত্র আমানত। বায়তুল মুকাদ্দাস মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। নবী করীম সাঃ মিরাজের যাত্রা শুরু করেছিলেন এখান থেকেই। আজ সেই ভূমি অপবিত্র করা হচ্ছে নির্যাতনের রক্তে আর আমরা চুপ থাকতে পারিনা।
৫ দফা দাবিতে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে আন্তর্জাতিক যুদ্ধের মামলা হোক, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করা, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের প্রতি রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন আরও জোরদারভাবে প্রকাশ করুক, মানবিক সহায়তা পাঠাতে
রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়া হোক, নাগরিক পরযায়েও সহয়তা তহবিল গঠন করা হোক ও জাতিসংঘ ওআইসি যেন কঠোর পদক্ষেপ নেয়।
তিনি বলেন আমরা সব সময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন ফিলিস্তিনে যুদ্ধ করতে রাষ্টীয় ভাবে সুযোগ কার হলে অন্তত ৫ কুটি মানুষ প্রস্তুত রয়েছেন।
দোয়া সহানুভূতি এবং প্রতিরোধের রাজনৈতিক কন্ঠকে আজ জাগ্রত করতে হবে। আমরা বাংলাদেশ ইসলামী যুবসেনা এর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি।
মুভমেন্ট ফর এ ফ্রী প্যালেস্টাইনের আহবানে অনুষ্ঠিতব্য সমাবেশ কে সফল করার লক্ষ্যে যথাসময়ে স্ববান্ধবে উপস্থিত থাকার জন্য দেশবাসী কে তিনি আহ্বান জানান।