চুনারুঘাটের ধর্ষক মাহফুজের ফাঁসির দাবী করছেন ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী

- আপডেট সময় : ০৯:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাটে ৫ বছরের শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষন করা হয়।
ঘটনাটি ঘটে গত ৭ এপ্রিল বিকাল আনুমানিক ৩টার দিকে উপজেলার ঠিলাগাঁও গ্রামে।
জানা যায়, উপজেলার ঠিলাগাঁও গ্রামের জিতু মিয়ার পাঁচ বছরের শিশু কন্যা তাবাসসুম বাড়ির উঠানে খেলতেছিল। পাশ্ববর্তী ঘরের ওয়াজ উদ্দিনের ছেলে মাহফুজ (১৫) বিস্কুটের প্রলোভন দেখিয়ে মাহফুজের বসত ঘরে নিয়ে তাবাসসুমকে ধর্ষন করে। তাবাসসুমের সুর চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে মাহফুজ পালিয়ে যায়।
ঘটনার পর ধর্ষনের শিকার শিশু তাবাসসুমকে তাৎক্ষণিক চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।
পরবর্তীতে তাবাসসুমের বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
আজ মঙ্গলবার ধর্ষক মাহফুজ আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এবিষয়ে ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী দাবী করেন, আদালতের মাধ্যমে ধর্ষক মাহফুজের সর্বোচ্চ শাস্তি হয়। যাতে করে তাবাসসুমের মত আর কোন শিশু যাতে ধর্ষনের শিকার না হয়।