আগামীকাল উদযাপিত হবে সুতাং থিয়েটারের রজত জয়ন্তী

- আপডেট সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
সুতাং থিয়েটারের রজত জয়ন্তী আগামীকাল বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) উদযাপিত হবে। বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ ও থিয়েটারের রজত জয়ন্তী উপলক্ষে সুতাং বাজারে বর্ষবরণ, নাট্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
এ নিয়ে বিগত ২৫বছর ধরে সুতাং থিয়েটার বর্ষবরণ অনুষ্ঠান পালন করে আসছে। এবারের অনুষ্ঠান উদ্ভোধনী র্যালী এবং দলীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগীতা যেমন খুশি তেমন সাজো, গান, নৃত্য, অভিনয় ও আবৃত্তি অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ ঘটিকায় সুতাং থিয়েটার পরিবেশিত মঞ্চনাটক ‘জিনের বাদশা’ মঞ্চস্থ হয়ে সর্বশেষে থাকবে সংগীতানুষ্ঠান। এবারের মঞ্চ মাতাতে আসছেন লালন কন্যা খ্যাত শেখ শাহরীন সুলতানা মীম, লালন নিলয় এবং ব্যান্ড দল উচ্ছ্বাস।
অনুষ্ঠান আয়োজন বিষয়ে সুতাং থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া জানান, আমরা দ্রোহী, তাই নাচি মুক্ত মঞ্চে এ স্লোগান কে সামনে রেখে সুতাং থিয়েটারের যাত্রা শুরু হয়েছিল ২০০০ ইং সনে, এবার ২০২৫ সালে আমরা রজত জয়ন্তী উদযাপন করছি,আমাদের এই দীর্ঘ পথচলায় আমাদেরকে আরো বহু সামনে এগিয়ে যেতে হবে, এবারের বিশেষ আয়োজনে অংশগ্রহণ করে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি সবাইকে আহব্বান জানাচ্ছি। সুতাং থিয়েটার প্রতিবছরের ন্যায় আগামীতে আরও বড় পরিসরে নববর্ষ উদযাপনসহ সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে বৃহৎ আকারে অংশগ্রহণ করবে।