হবিগঞ্জে উপজেলা আ’লীগ সভাপতি মুকুল গ্রেফতার

- আপডেট সময় : ০৮:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোর ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আসামি দেখানো হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারী সদর মডেল থানায় ৬৭ জনের নাম উল্লেখ করেএকটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে তিনি ঘটনায় জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে । তাই ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার তিনি জেলা শহরের বেবিস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।