‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাহেলা আক্তার

- আপডেট সময় : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মননশীল প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের উদ্যোগে গত শনিবার আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও ‘গ্লোবাল স্টার ওমেন্স-২০২৪’ প্রদান অনুষ্ঠান কাকরাইলে সোশ্যাল গার্ডেনের পঞ্চম তলার আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ওমেন্স এন্ড চাইল্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন ও গ্লোবাল স্টার ওমেন্স কমিউনিকেশনের উপদেষ্টা লায়ন আনোয়ারা বেগম নিপার সভাপতিত্বে আলোচনা সভায় দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এ সময় হবিগঞ্জ জেলার পার্লার মালিক সমিতির সভাপতি, সান্তনা ও মিশু বিউটি পার্লারের পরিচালক রাহেলা আক্তারকে সফল উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
স্টার কমিউনিকেশনের সিইও আরকে রিপন, পরিচালক এমএইচ আরমান চৌধুরী, অভিনেত্রী রোজিনা, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা, ব্যারিস্টার জাহানারা ইমাম, সংগীতশিল্পী ফাতেমা তুজ যোহরা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।