“হবিগঞ্জ পূর্ব ঐক্য পরিষদ” এর আহ্বায়ক কমিটি গঠন

- আপডেট সময় : ০৯:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর পূর্বপাড়ের বাসিন্দা হবিগঞ্জ শহরস্থ বিভিন্ন পেশায় নিয়োজিতদের নিয়ে একটি অরাজনৈতিক সামাজিক ঐক্য প্রতিষ্টার লক্ষ্যে হবিগঞ্জ পূর্ব ঐক্য পরিষদ নামে সংগঠনে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৩টার দিকে অস্থায়ী কার্যালয় : স্বপ্নীল আকাশ-৮, এর ২য় তলায় উক্ত বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভা পতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহির মিয়া। সাংবাদিক এম এ রাজা’র সঞ্চালনায় সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। সদস্য অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সভায় সর্ব সম্মতিক্রমে
মোঃ জাহির মিয়া’কে আহবায়ক ও এম এ রাজা’কে সদস্য সচিব করা হয়।
এতে যুগ্ম আহ্বায়ক পদে এডভোকেট মিজানুর রহমান সুজন , সাংবাদিক রহমত আলী, আব্দুল হাই , সৈয়দ তারেক ইমাম’কে রাখা হয়। উক্ত সভায় সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশীষ দেব ,মোঃ আব্দুল কাইয়ুম কাওছার, মোঃ আব্দুল কাদির,মোহাম্মদ আরব আলী,ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আমিন প্রমুখ।
উল্লেখ্য ২০১৬ সাল থেকে “হবিগঞ্জ পূর্ব ঐক্য পরিষদ” নামের সামাজিক সংগঠনটি আত্মপ্রকাশ করে। দীর্ঘ প্রায় ৯ বছর খুব একটা কার্যক্রম না থাকলেও এবার সংগঠনটি নতুন আঙ্গিকে গঠিত হয়ে তাদের কার্যক্রম শুরু করছে। নতুন আঙ্গিকে এই পথ চলায় সংগঠনের সবাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।
এছাড়াও উক্ত মিটিংয়ে বিশেষভাবে আলোচনা করা হয়, খোয়াই নদীর পূর্বপাড়ে বসবাসকারী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে আছেন। এবং পেশাগত কারণে দেশের বিভিন্ন প্রান্তরে কর্মরত আছেন।
এমন ব্যক্তি-বর্গদের মধ্যে আগ্রহী-গনদের সংগঠনটির স্পেশাল সদস্য হিসেবে রাখা হবে।