ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে থান কাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo নদীকে তার মূল গতিপথে ফিরিয়ে না দিলে ভাঙ্গন রোধ সম্ভব নয় : ধরা Logo জালিয়াতির মাধ্যমে অন্যের পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার জেলা প্রশাসনের কর্মচারী! Logo শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল! Logo যে অভিশাপে ৮০ বছরের বেশি টেকে না ইহুদী রাষ্ট্র! Logo বাহুবলে বিএনপির অফিস ভাংচুর ৩৭ জনের নামে মামলা Logo ‘মরো অথবা পালাও’, ইসরাইলিদের যে কোনো একটি বেছে নিতে বললো ইরান Logo বাড়ির উঠানে গাঁজার গাছ! মালিক গ্রেফতার Logo বাহুবলে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ কারবারি আটক Logo শায়েস্তাগঞ্জে রঙ মিশ্রিত মাছ বিক্রি, দুই ব্যবসায়ীর ২১ কেজি মাছ জনসম্মুখে বিনষ্ট

মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত ঘাটিয়া বাজারে তুলকালাম কাণ্ড! এসডি প্লাজায় ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি ভ্যাট কর্মকর্তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে
বিজয় নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় সাবেক ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি করায় আটক ও গণধোলাইয়ের শিকার হয়েছেন হবিগঞ্জের ভ্যাট কর্মকর্তা শামীম আল মামুন। এঘটনায় রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত ঘাটিয়া বাজার এলাকায় তোলকালাম কাণ্ড ঘটে। বিপনী বিতান এসডি প্লাজায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করা এ ভ্যাট কর্মকর্তাকে জনতা আটক করে গণধোলাই দিয়ে অবশেষে থানায় সোপর্দ করেছে। এসময় ঘাটিয়া বাজার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃস্টি হয়। বিভিন্ন স্থান থেকে আসা পুরুষ ও নারী ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ করে দেন। গতকাল সোমবার রাত ১১ টার দিকে ওই এসডি প্লাজায় এ ঘটনার সুত্রপাত হয়। বিষয়টি মুহুর্তের মধ্যে জানাজানি হলে শহরজুড়ে তোলপাড় সৃস্টি হয়। এক পর্যায়ে জেলা ভ্যাট কমিশনার এসে আটক কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা করেন। রাত পৌণে ২টার দিকে এসে তাকে আটক করে। পুলিশের পক্ষ থেকে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। ব্যবসায়ীরা জানান, গতকাল রাতে শামীম আল মামুন নামের ওই অফিসার কোনো সহকর্মী ছাড়াই শহরের বিভিন্ন দোকান পরিদর্শনে যান। এক পর্যায়ে ঘাটিয়া বাজারের এসডি প্লাজার ম্যানেজারের নিকট সেলস রিপোর্ট দেখতে চান। এক পর্যায়ে তিনি ৫ লাখ চাঁদা দাবী করে বলেন, এ টাকা দিলে তিনি সবকিছু ম্যানেজ করে দিবেন। নইলে অনেক টাকা ভ্যাট দিতে হবে। এ সময় তার পরিচয়সহ এতো রাতে পরিদর্শনে আসার কারণ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে উপস্থিত ক্রেতাদের সন্দেহ হলে তাকে আটকে প্রহার করেন। মুহুর্তের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খবর পেয়ে ছুটে আসেন ভ্যাট কার্যালয়ের উর্ধ্বতন কর্তা ও চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ কর্মকর্তাসহ একদল পুলিশ। কিন্তু উত্তেজিত জনতা শামীম আল মামুনকে ছাড়তে রাজি না। এক পর্যায়ে ম্যাঙ্গু হোটেলের মালিকসহ আরও কয়েকজন এসে তাদের কাছেও এ কর্মকর্তা চাঁদা দাবী করেছে বলে অভিযোগ করেন। এসময় উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে তাৎক্ষনিক বিচারের দাবী জানান। পরে পুলিশ ও ভ্যাট কমিশনারের আশ্বাসে এসময় উত্তম মধ্যম দিয়ে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এসডি প্লাজার স্বত্বাধিকারী শুভ জানান, শামীম আল মামুন তাদের প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে ছাত্রদলের সাবেক সভাপতি পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তিনি হুমকি ধামকি প্রদর্শন করেন। এসময় ক্রেতারা বিষয়টি দেখে তারা তাকে আটক করেন। তিনি জানান এ ঘটনায় তার প্রতিষ্ঠানের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানের ক্যাশ তহবিলের টাকা বেহাত হয়েছে কিনা তা তারা হিসেব করে দেখবেন। তারা এ কর্মকর্তার বিচার দাবী করেন। তবে অভিযুক্ত শামীম আল মামুন বলেন, রুটিন অনুযায়ী দোকান পরিদর্শনে এসেছিলাম। কিন্তু আমাকে কতিপয় লোক হেনস্তা ও মারধর করেছে। এ বিষয়ে সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, জনতা আটক করে তাকে থানায় সোপর্দ করেছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত ঘাটিয়া বাজারে তুলকালাম কাণ্ড! এসডি প্লাজায় ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি ভ্যাট কর্মকর্তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

আপডেট সময় : ০২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় সাবেক ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি করায় আটক ও গণধোলাইয়ের শিকার হয়েছেন হবিগঞ্জের ভ্যাট কর্মকর্তা শামীম আল মামুন। এঘটনায় রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত ঘাটিয়া বাজার এলাকায় তোলকালাম কাণ্ড ঘটে। বিপনী বিতান এসডি প্লাজায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করা এ ভ্যাট কর্মকর্তাকে জনতা আটক করে গণধোলাই দিয়ে অবশেষে থানায় সোপর্দ করেছে। এসময় ঘাটিয়া বাজার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃস্টি হয়। বিভিন্ন স্থান থেকে আসা পুরুষ ও নারী ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ করে দেন। গতকাল সোমবার রাত ১১ টার দিকে ওই এসডি প্লাজায় এ ঘটনার সুত্রপাত হয়। বিষয়টি মুহুর্তের মধ্যে জানাজানি হলে শহরজুড়ে তোলপাড় সৃস্টি হয়। এক পর্যায়ে জেলা ভ্যাট কমিশনার এসে আটক কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা করেন। রাত পৌণে ২টার দিকে এসে তাকে আটক করে। পুলিশের পক্ষ থেকে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। ব্যবসায়ীরা জানান, গতকাল রাতে শামীম আল মামুন নামের ওই অফিসার কোনো সহকর্মী ছাড়াই শহরের বিভিন্ন দোকান পরিদর্শনে যান। এক পর্যায়ে ঘাটিয়া বাজারের এসডি প্লাজার ম্যানেজারের নিকট সেলস রিপোর্ট দেখতে চান। এক পর্যায়ে তিনি ৫ লাখ চাঁদা দাবী করে বলেন, এ টাকা দিলে তিনি সবকিছু ম্যানেজ করে দিবেন। নইলে অনেক টাকা ভ্যাট দিতে হবে। এ সময় তার পরিচয়সহ এতো রাতে পরিদর্শনে আসার কারণ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে উপস্থিত ক্রেতাদের সন্দেহ হলে তাকে আটকে প্রহার করেন। মুহুর্তের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খবর পেয়ে ছুটে আসেন ভ্যাট কার্যালয়ের উর্ধ্বতন কর্তা ও চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ কর্মকর্তাসহ একদল পুলিশ। কিন্তু উত্তেজিত জনতা শামীম আল মামুনকে ছাড়তে রাজি না। এক পর্যায়ে ম্যাঙ্গু হোটেলের মালিকসহ আরও কয়েকজন এসে তাদের কাছেও এ কর্মকর্তা চাঁদা দাবী করেছে বলে অভিযোগ করেন। এসময় উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে তাৎক্ষনিক বিচারের দাবী জানান। পরে পুলিশ ও ভ্যাট কমিশনারের আশ্বাসে এসময় উত্তম মধ্যম দিয়ে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এসডি প্লাজার স্বত্বাধিকারী শুভ জানান, শামীম আল মামুন তাদের প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে ছাত্রদলের সাবেক সভাপতি পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তিনি হুমকি ধামকি প্রদর্শন করেন। এসময় ক্রেতারা বিষয়টি দেখে তারা তাকে আটক করেন। তিনি জানান এ ঘটনায় তার প্রতিষ্ঠানের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানের ক্যাশ তহবিলের টাকা বেহাত হয়েছে কিনা তা তারা হিসেব করে দেখবেন। তারা এ কর্মকর্তার বিচার দাবী করেন। তবে অভিযুক্ত শামীম আল মামুন বলেন, রুটিন অনুযায়ী দোকান পরিদর্শনে এসেছিলাম। কিন্তু আমাকে কতিপয় লোক হেনস্তা ও মারধর করেছে। এ বিষয়ে সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, জনতা আটক করে তাকে থানায় সোপর্দ করেছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।