বাহুবল সরকারি জমি দখল করে বিল্ডিং নির্মাণ

- আপডেট সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
বাহুবল উপজেলা পরিষদ থেকে প্রায় আধা কিলোমিটার পূর্বদিকে বাজারের ভিতরে সরকারি জমি ১ নং ডিসি খতিয়ানে নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বিল্ডিং নির্মাণ করছে প্রভাবশালী একটি মহল।
বাহুবল তোহা বাজারের পাশের সরকারি ৫ শতক জমি দখল করে প্রকাশ্য দিবালোকে পাকা বিল্ডিং নির্মাণকারী ব্যক্তির নাম লাল মিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিভিন্ন মহলে মোটা অংকের টাকা লেনদেন করে সরকারি জমিতে প্রকাশ্য বিল্ডিং নির্মাণ করছেন লাল মিয়া।
বাজারে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, প্রশাসনের পক্ষ থেকে ৬ থেকে ৭ বার কাজ বন্ধ করার পরেও ক্ষমতার বল দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। এতে করে সবাই মনে করতেছে প্রশাসনের চেয়েও তার হাত লম্বা!
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাহুবল তোহা বাজারের পূর্ব দিকে দিঘিরপাড় গ্রামের লাল মিয়া নামের ওই প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে পাকা দোকান ঘর বিল্ডিং নির্মাণ করছেন। ফলে সংকুচিত হয়ে পড়েছে জনসাধারণের চলাচলের রাস্তায়। বেহাত হচ্ছে সরকারি সম্পত্তি।
উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের নাকের ডগায় অবৈধভাবে পাকা দোকান বিল্ডিং নির্মাণ করা হলেও ঘর নির্মাণ বন্ধে প্রশাসনের কোনও জোরালো পদক্ষেপ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, দোকান ঘরের কাজ রাত ১০টার পর থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে। এখন কিছুদিন যাবত দিনের বেলায় কাজ চলে! তবে প্রশাসন কোনও প্রকার ব্যবস্থা নেয়নি।