৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি বোরকা পরে পালানোর সময় গ্রেফতার

- আপডেট সময় : ০১:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বোরকা পরে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল (১৮ মার্চ) সকালে মিঠাপুকুর উপজেলার চিকলী পশ্চিমপাড়ার ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাহ আলম তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে অভিযুক্ত পালিয়ে যায়। পরে মেয়েটির মা মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।#
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই পুলিশ অভিযান শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বোরকা পরা অবস্থায় শাহ আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঢাকা যাওয়ার বাসের টিকিট জব্দ করা হয়।#
জিজ্ঞাসাবাদে শাহ আলম জানায়, বন্ধু সোহেলের পরামর্শে স্ত্রীর বোরকা পরে ঢাকায় পালানোর চেষ্টা করছিল সে।#
আজ (১৯ মার্চ) সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।###########################