বেবিষ্ট্যান্ডে রেস্টুরেন্টে কিশোরকে হাত-পা বেধে নির্যাতন, দুই সহোদর আটক

- আপডেট সময় : ১২:২২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
শহরের বেবিষ্ট্যান্ড এলাকার ইসলামিয়া রেস্টেুরেন্টে চুরির অপবাদে রিয়াদ নামে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেধে নির্যাতন করায় দুই সহোদরকে আটক করেছে পুলিশ। সেই সাথে ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকরা হল হোটেল মালিক ইসলাম উদ্দিনের পুত্র রানা মিয়া (৩০), তার ভাই মিসবাহ উদ্দিন (২৫)।
জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে তাদের হোটেলের ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা নিয়ে যায় চোরের দল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা করা হয়। গতকাল ওই সময় রিয়াদ পাইপ পিটিংয়ের মালামাল কিনতে আসলে চোরের চেহারার সাথে তার চেহারার কিছুটা মিল থাকায় তাকে ধরে নিয়ে দোকানে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। রিয়াদ চুরির কথা স্বীকার না করলে উল্লেখিতরাসহ আরও কয়েকজন স্টেডিয়ামে নিয়ে হাত-পা বেধে নির্যাতন করে। এক পর্যায়ে তারা তাকে ফেলে রেখে চলে আসে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্তদের ধরতে নির্দেশ দেন। এসআই জয়পাল ও সুজন শ্যামসহ একদল পুলিশ বর্তমানে ক্যাফে কর্ণারে অভিযান চালিয়ে উল্লেখিত দুই ভাইকে আটক করে। এ বিষয়ে রিয়াদের বাবা মোহনপুর এলাকার বাসিন্দা লিটন মিয়া বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।
এবিষয়ে সদর থানার অফিসার ইন চার্জ ওসি আলমগীর কবির বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে কিশোরকে মারার কথা স্বীকার করেছে। আজ বুধবার তাদেরকে আদালতে প্রেরন করা হবে।