হবিগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আরও একটি মামলা

- আপডেট সময় : ১০:৫০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে
হবিগঞ্জে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। গত ১৭মার্চ শহরের উমেদনগরের মৃত
মোঃ আতর আলীর ছেলে মোঃ আল আমিন বাদি হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।
মামলায় ১৫০ জনকে আসামী করে মামলা হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, পইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাহেব আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি আবুল হাসেম মোল্লা মাসুমসহ ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১ থেকে দেড়শ জনকে আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয় গত ২ আগস্ট শহরের তিন কোনা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে আসামীরা হামলা চালিয়ে আল আমিনকে মারধর করে আহত করে।