হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) জেলা পরিষদ পরিষদ অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের শুরু’র আগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়, এহতেশাম হক, অর্পিতা শ্যামা দেব, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন, মুখপাত্র রাশেদা ইসলাম,সংগঠক পলাশ মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনে বৈষম্য দূর করতে রক্ত দিয়ে এদেশের মানুষ স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে। জুলাই বিজয়ের বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে সবার সহযোগিতা চাই।
একইসঙ্গে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জুলাই আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।