সাংবাদিক এমএ ওয়াহেদ এর মায়ের ইন্তেকাল

- আপডেট সময় : ১০:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এমএ ওয়াহেদ এর মা লায়লা বানু (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৬ টায় বার্ধক্যজনিত কারণে বামৈ ইউনিয়নে ভাদিকারা গ্রামের (ভূইয়া বাড়ী) নিজবাড়ীতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ বাদ জুমআ ভাদিকারা দক্ষিণ গ্রাম
জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এমএ ওয়াহেদ এর মা লায়লা বানু’র ইন্তেকালে লাখাই প্রেসক্লাব, লাখাই উপজেলা প্রেসক্লাব, লাখাই রিপোর্টার্স ইউনিটি, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন। প্রদত্ত শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।