হবিগঞ্জে শিশু আছিয়ার গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ।
শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজের শেষে শহরের কোর্ট-মাসজিদের সামনের রাস্তায় এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পাশাপাশি অংশগ্রহণ করে সর্বস্তরের মানুষ।
গায়েবানা জানাজার নামাজ শেষে আছিয়ার প্রতিকি কফিন নিয়ে কোট মসজিদ থেকে টাউন হল পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা।
এতে উপস্থিত ছিলেন নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন প্রমুখ।
এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) আট বছরের শিশু মৃত্যু মৃত্যুবরণ করে।
উল্লেখ্য, গত ৫ মার্চ রাতে মাগুরায় বোনের বাড়িতে আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়। আছিয়া জানায়, তার বোনের শ্বশুর তাকে ধর্ষণ করেছে।
ধর্ষণের পর শিশুটি গুরুতর আহত হলে তাকে চিকিৎসার পরিবর্তে ঘরের ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয়।
৬ মার্চ সকালে প্রতিবেশী এক নারীর মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়। এরপর আছিয়াকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
৮ মার্চ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুরে তার মৃত্যু হয়।
ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন আছিয়ার মা। এ মামলায় বোনের শ্বশুর, শাশুড়ি, ভাশুর ও ভগ্নিপতিকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে। শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানা গেছে।