মাধবপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

- আপডেট সময় : ০৪:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা, ০৩ বোতল মদ, ২০ প্যাকেট বিড়ি এবং ১৮ প্যাকেট বিভিন্ন প্রকার রং আটক করেছে বিজিবি। যার মূল্য পঞ্চান্ন হাজার একশত ষাট টাকা। এসময় চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর নায়েব সুবেদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে শুক্রবার সকালে অভিযান চালানো হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাটে এগুলো জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এই ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হবে।