আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়কে সন্ধ্যা রাতে ৬ লক্ষ টাকা ডাকাতি! পুলিশ বলছে অন্যকিছু ॥ আতঙ্কিত মানুষ

- আপডেট সময় : ০৫:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়কে ডাকাতির ঘটনা নিয়ে তোলপাড় সৃস্টি হয়েছে। এটি দুর্ধর্ষ ডাকাতি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে পুলিশ বলছে এটি একটি দুর্ঘটনা হতে পারে। এনিয়ে ভিন্নধর্মী কথাবার্তা বিষয়টিকে আরও বেশী জটিল ও আলোচিত করে তুলেছে। প্রশ্ন উঠেছে ডাকাতি হলে মোবাইল, মানিব্যাগ নেয়নি কেন ডাকাতরা। আর দুর্ঘটনা হলে এটিকে ডাকাতি বলে ভিন্নখাতে নিয়ে লাভ কি তাদের। আবার কারও কারও মতে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় ধোঁয়াশার সৃস্টি হয়েছে। ডাকাতি ও দুর্ঘটনার পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা।
অনেকে বলছেন আহত
ব্যক্তি কিছুটা সুস্থ হওয়ার পর তার বক্তব্য পাওয়া গেলেই ঘটনার মূল রহস্য উদঘাটন হবে বলে মনে করছেন অনেকে।
আহত বিকাশ কর্মীর স্বজনদের দাবি তার সাথে থাকা নগদ ৬ লক্ষ টাকা এবং একটি আইফোন নিয়ে গেছে ডাকাত দল।
বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে একদল ডাকাত বিকাশ কোম্পানির ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) সাহিদুল ইসলামের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীর অনেকের বক্তব্য, শহিদুল ইসলাম (৩০) কর্মস্থল থেকে ফেরার পথে হঠাৎ একদল মুখোশধারী ডাকাত তার পথরোধ করে। ডাকাতরা প্রথমে তার কাছে থাকা টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শহিদুল ইসলাম বাঁধা দিলে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পর ডাকাতদল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং শহিদুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত শহিদুল ইসলামকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জানান, তার শরীরে দুই হাতে ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অবস্থা আশঙ্কাজনক। জরুরি চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা না। কারণ ঘটনার পরবর্তীতে তার মোবাইল, মানিব্যাগসহ সকল খোয়া যাওয়া মালামাল পাওয়া গেছে। এছাড়া আহত ব্যক্তিও ডাকাতির বিষয়টা পুলিশকে পরিস্কারভাবে কিছু জানায়নি। আমাদের ধারণা, দুর্ঘটনার কবলে পড়ে তিনি আহত হয়েছেন। এ ঘটনা নিয়ে আজমিরীগঞ্জ থানায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ বি এম মাঈদুল হাছান বলেন, ঘটনা যাই হোক এলাকাবাসীর সহযোগিতা পেলে খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এছাড়া এলাকায় সেনা ও পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে রাতে চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, শরিফ উদ্দিন রোডে এর আগেও কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এই ধরণের নৃশংস ডাকাতি এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও সড়কে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।