ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও Logo হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইসলাম ও মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি, তরুণী আটক Logo সাতছড়ি জাতীয় উদ্যানে পরিষ্কার -পরিচ্ছন্নতা ক্যাম্পেইন করেছে ট্যুরিজম বোর্ড Logo হবিগঞ্জে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে ধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামি গ্রেফতার, দুই ভিকটিম উদ্ধার Logo ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ Logo মাধবপুরে সড়ক দু’র্ঘটনায় তরুণ কসমেটিক  ব্যবসায়ীর ম’র্মান্তিক মৃ’ত্যু Logo মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র রেজা কিবরিয়া। Logo গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ Logo বাহুবলে চোরাই সন্দেহে মহিষ ও পিকআপসহ দুইজন আটক

আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট বলা সেই নেতা আটক এবং দল থেকে বহিষ্কার!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
বিজয় নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুর জেলার ফরিদগঞ্জে ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা ভাইরাল সেই নেতাকে আটক করেছে পুলিশ.।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করা হয়। আটক ওই নেতার নাম শাওন কাবী রিজা। তিনি ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহ আলম।

এর আগে, নুরে আলম নামে এক ব্যক্তি প্রাইভেটকার যোগে রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথে বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলে দুজন পড়ে আহত হয়। এতে সামনের প্রাইভেটকারের কোনো দোষ ছিল না। প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিক্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা তাদের সঙ্গেও খারাপ আচরণ করে!।

এসময় পুলিশ তাকে থানায় যেতে বললে শাওন কাবী রিজা বলেন, ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট ‘আমি মনজিল ভাইয়ের শ্যালক।’ এসময় ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি। শাওন কাবী রিজা যেই মনজিল ভাইয়ের শ্যালক বলে পরিচয় দিয়েছেন, তিনি সাবেক ফরিদগঞ্জ পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।

ভুক্তভোগী নুরে আলম বলেন, আমরা চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের রায়পুর থেকে ফরিদগঞ্জে আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে থাকা লড়িকে ওভারটেক করার চেষ্টা করলে সামনে থেকে আরও একটি গাড়ি আসার কারণে আমাদের গাড়ি সামনে যেতে পারেনি। এসময় তাদের মোটরসাইকেল আমাদের গাড়ির পেছনে ছিল। তারা ওখান থেকে গৃদকালিন্দিয়ার জোড়কবরস্তান নামক স্থানে আমাদের গাড়ির সামনে অবরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তারা আমাদের গালাগাল ও মারধর করে। তারা যে পেছনে পড়ে গেছে আমরা তা দেখিনি। দেখলে অবশ্যই দাঁড়াতাম।

তিনি আরো বলেন, আমরা থানা পুলিশকে বিষয়টি জানাই। এখানে এসে তাদেরও হেনস্থার শিকার হতে হয়েছে। তাদের কিছু আচরণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর বলেন, শাওন কাবী রিজার বিরুদ্ধে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত  মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শাওন কাবীকে প্রাথমিক সদস্য পদ সহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশ বলেন, প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিক্তিতে আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা আমাদের সঙ্গেও খারাপ আচরণ করে। তাকে থানায় আসতে বললে সে বলে- ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে’। একপর্যায়ে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, রাতেই তাকে আমরা আটক করেছি। এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেয়ায় তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট বলা সেই নেতা আটক এবং দল থেকে বহিষ্কার!

আপডেট সময় : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

চাঁদপুর জেলার ফরিদগঞ্জে ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা ভাইরাল সেই নেতাকে আটক করেছে পুলিশ.।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করা হয়। আটক ওই নেতার নাম শাওন কাবী রিজা। তিনি ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহ আলম।

এর আগে, নুরে আলম নামে এক ব্যক্তি প্রাইভেটকার যোগে রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথে বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলে দুজন পড়ে আহত হয়। এতে সামনের প্রাইভেটকারের কোনো দোষ ছিল না। প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিক্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা তাদের সঙ্গেও খারাপ আচরণ করে!।

এসময় পুলিশ তাকে থানায় যেতে বললে শাওন কাবী রিজা বলেন, ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট ‘আমি মনজিল ভাইয়ের শ্যালক।’ এসময় ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি। শাওন কাবী রিজা যেই মনজিল ভাইয়ের শ্যালক বলে পরিচয় দিয়েছেন, তিনি সাবেক ফরিদগঞ্জ পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।

ভুক্তভোগী নুরে আলম বলেন, আমরা চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের রায়পুর থেকে ফরিদগঞ্জে আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে থাকা লড়িকে ওভারটেক করার চেষ্টা করলে সামনে থেকে আরও একটি গাড়ি আসার কারণে আমাদের গাড়ি সামনে যেতে পারেনি। এসময় তাদের মোটরসাইকেল আমাদের গাড়ির পেছনে ছিল। তারা ওখান থেকে গৃদকালিন্দিয়ার জোড়কবরস্তান নামক স্থানে আমাদের গাড়ির সামনে অবরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তারা আমাদের গালাগাল ও মারধর করে। তারা যে পেছনে পড়ে গেছে আমরা তা দেখিনি। দেখলে অবশ্যই দাঁড়াতাম।

তিনি আরো বলেন, আমরা থানা পুলিশকে বিষয়টি জানাই। এখানে এসে তাদেরও হেনস্থার শিকার হতে হয়েছে। তাদের কিছু আচরণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর বলেন, শাওন কাবী রিজার বিরুদ্ধে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত  মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শাওন কাবীকে প্রাথমিক সদস্য পদ সহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশ বলেন, প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিক্তিতে আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা আমাদের সঙ্গেও খারাপ আচরণ করে। তাকে থানায় আসতে বললে সে বলে- ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে’। একপর্যায়ে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, রাতেই তাকে আমরা আটক করেছি। এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেয়ায় তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।