পাগল সেজে নারীদের উত্ত্যক্ত করা সেই টিকটকার গ্রেপ্তার

- আপডেট সময় : ০৯:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) বিকেল আনুমানিক ৪টায় সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।!
একটি ফেসবুক পেজে পাগলের বেশ ধারণ করে নারীদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য উস্কানিমূলক মন্তব্য করতে দেখা যায় খালিদ মাহমুদকে। ভিডিওতে তিনি দাবি করেন, হিজাব না পরলে নারীরা ধর্ষণের শিকার হবেন।!
শুধু মুসলিম নারীদের নয়, ভিডিওতে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের দুই তরুণীকেও তিনি হিজাব পরার বিষয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন। এতে ধর্মীয় বিভেদ উসকে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তার বক্তব্যে নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গি নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া, হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা ছিল বলেও অভিযোগ রয়েছে।!
এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরি করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।!