হবিগঞ্জে তেল মজুদের অপরাধে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

- আপডেট সময় : ০৯:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জে সেনাবাহিনীর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান করেছে। অভিযানে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার বিকাল ৩ টায় শহরের চৌধুরী বাজার ও উমেদনগর এলাকায় এ অভিযান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, মিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান করা হয়। এসময় সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে মেসার্স রকি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা এবং ফৌজিয়া এন্টারপ্রাইজকে ৩০হাজার টাকা করে মোট ৫৫ হাজার জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অনেক ব্যবসায়ী বেশী দামে বিক্রির আশায় গোদামে গোপনভাবে সয়াবিন তেল মজুদ করে রেখেছেন। আমরা প্রসাশনের পক্ষ নিয়মিত অভিযান করে এসব তেল উদ্ধার করে খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করছি। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।