নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি দোকানের গোডাউনে তেলের অবৈধ মজুদ দেখতে পান
হবিগঞ্জে সাড়ে ৪,০০০ লিটার সয়াবিন তেল জব্দ, গ্রেপ্তার ২

- আপডেট সময় : ১১:৩৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জে অবৈধভাবে মজুদ করা ৪,৫২৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় দোকানের মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং করার সময় শহরের চৌধুরী বাজারের মেসার্স রাধা বিনোদ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন দোকানের মালিক রঞ্জিত মোদক (৪৫) ও কর্মচারী অসীম রায় (৪৬)।
কনজুমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) হবিগঞ্জ শাখার সভাপতি দেওয়ান মিয়া জানান, রোজা উপলক্ষে গঠিত বিশেষ মনিটরিং কমিটির সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সয়াবিন তেল বিক্রি সম্পর্কে জানতে চান। মালিক ও কর্মচারীরা জানান তেল স্টকে না থাকায় তারা বিক্রি করতে পারছেন না। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল রহমান ও মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা ওই দোকানের গোডাউন দেখতে যান। সেখানে গিয়ে বিপুল পরিমাণ তেলের মজুদ দেখতে পান। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় এগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিয়ে ক্যাব সভাপতি মো. দেওয়ান মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা তেল পুলিশের হেফাজতে রয়েছে।