বিএনপির কেন্দ্রীয় নেতা জি কে গউছ’কে হত্যার চেষ্টা, আ.লীগ নেতা গ্রেপ্তার

- আপডেট সময় : ০৬:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা জি কে গউছের বাসায় প্রবেশ করে হত্যার চেষ্টার মামলায় আ.লীগের নেতা রুহুল আমীন নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরের দিকে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক সজল সরকারের নেতৃত্বে ও লাখাই থানার পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকারসহ একদল পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
সে লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামের বাসিন্দা মৃত বালিষ্টর মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানায় প্রেরন করা হয়। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হবে।
উল্লেখ্য যে গত ২০২৩ সালে জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাসায় জি কে গউছ কে হত্যার চেষ্টার ঘটনায় তৎকালীন সময়ে দায়িত্বে থাকা এসপি,ওসি, আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগের নেতাদের বিরুদ্ধে ৭৫ জনকে আসামী করে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়ে ছিল।