লাখাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
লাখাই উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার ” এই প্রতিবাদ্য বিষয় কে সামনে রেখে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম ও লাখাই উপজেলাব অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক। সভায় “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বক্তারা স্থানীয় সরকার কে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব তুলে ধরেন। সভায় নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন বর্তমানে বাংলাদেশে তরুণদের ভুমিকা অপরিসীম তাই আগামী প্রজন্মের তরুণদের কে স্থানীয় পর্যায়ে আরো এগিয়ে নেয়ার জন্য আহবান জানান। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।