সংবাদ শিরোনাম ::
শহরে ফেইসবুকের পোস্টকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৪২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জ শহরের পিটিআই রোডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের পোস্ট করা নিয়ে দু’গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এ সংঘর্ষে লিপ্ত হয় দু’গ্রুপ।
ফলে এসময় ওই এলাকার রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে আশেপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। জনশূন্য হয়ে পড়ে এলাকা।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়েপরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে এসংঘর্ষে কতজন আহত হয়েছে এর সঠিক খবর পাওয়া যায়নি।
এবিষয়ে সদর থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ আলমগীর কবির বলেন, সন্ধ্যার পরে দুটি পক্ষ সংঘর্ষে জড়ায় এসময় সংঘাতটি বড় হবার আগে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।