সংবাদ শিরোনাম ::
মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাহুবল প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১২ বার পড়া হয়েছে
- মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবছরও সপ্তাহব্যাপী এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার বিদ্যালয়ের খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চুনারুঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অত্র প্রতিষ্ঠানের গভর্নিংবডির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিন মিয়া।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুদের সঠিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলার এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
তাই আমরা শিশুদের সঠিক বিকাশের দিকে সর্বদা খেয়াল রাখবো।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃকেফায়েত উল্লাহর সঞ্চালনায় এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ফজলুল হক তরফদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জনাব চৌধুরী মামুন ইউসুফ রেজা,ফজল মিয়া তরফদার, মিজানুর রহমান, আজহারুল ইসলাম চৌধুরী প্রভাষক হুমায়ুন কবীর প্রমুখ।