বাহুবলে জামায়াত নেতার স্ত্রীকে ঘরে ঢুকে হত্যা

- আপডেট সময় : ১১:২৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবলে বাড়িতে ঢুকে জামায়াতে ইসলামির সহযোগী এক নারীকে ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে অক্ষত রয়েছে তার সাত মাসের সন্তান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মিনারা খাতুন (৪০)। তিনি উপজেলা মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। তার স্বামী আব্দুল আহাদ বাহুবল উপজেলা জামায়াতে ইসলামির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি।
আহাদ জানান, শুক্রবার সকালে উপজেলা পরিষদের একটি অনুষ্ঠানে যোগদানের জন্য বাড়ি থেকে বের হন। পরে তিনি দলীয় একটি সভায় যোগ দেন। সন্ধ্যা সাতটার দিকে বাড়িতে এসে দেখতে পান, ঘরের দরজা খোলা এবং ভেতরে অন্ধকার। লাইট জ্বালানোর পর তিনি তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে এবং তাদের সাত মাসের একটি শিশু পুত্র খাটের নিচে পড়ে থাকতে দেখেন।
এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গ্রামের লোকজন জানান, বিকেল ৩টার দিকে আওয়ামী কর্মীদের গ্রেফতার করতে পুলিশ গ্রামে আসছিল, এর জেদ ধরেই হয়তো জামায়াত নেতা আহাদকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করে পালিযে যায়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি হায়াতুন্নবী জানান, হত্যার কারণ জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।
পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর পেঠে ডেগার স্টেপ করা হয়েছে।