শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

- আপডেট সময় : ০৯:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে
শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের কাঠালতলী ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলে সুয়েম মিয়া (২৬) নামের যুবক নিহত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে রেজিঃ নং-ল-১১-৫৪৬৮ এর একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা আরেকটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে ওই মোটরসাকেলে থাকা যুবক মহাসড়কের উপর পড়ে যায়। এসময় সিলেট গামী অজ্ঞাতনামা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সুয়েম মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরা এলাকার বাসিন্দা বেনু মিয়া ছেলে। এবং তার সাথে থাকা আরোহী শাহ আলম মিয়া (২৫) গুরুতর আহত হয়। সে একই এলাকার ছাবেদ আলীর ছেলে।
দুর্ঘটনার পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সে মৃত্যু বরণ করে। নিহত শাহ আলমের আগামী ২১ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য করা ছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।দুর্ঘটনায় কবলিত অজ্ঞাতনামা মোটরসাইকেল এবং অজ্ঞাতনামা ট্রাকটি পালিয়ে গেছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করেন।
দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেল শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ।