অপারেশন ডেভিল হান্টে গণধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৬

- আপডেট সময় : ০২:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
অপারেশন ডেবিল হান্টের অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান করে এক রাতে গণধর্ষণ মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরসহ আশেপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
সদর থানার ওসি মোঃ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতিকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃতরা হলেন, বাহুবল উপজেলার বাসিন্দা লোকমান মিয়ার ছেলে গণধর্ষণ মামলার আসামি সালমান আহমেদ (২০)। বাহুবল মিরপুর এলাকার বাসিন্দা মোঃ আব্দুল সালামের ছেলে ছাত্রলীগ নেতা আল আয়েম আকিব (২৫), নবীগঞ্জ উপজেলার ছোট আলীপুর এলাকার বাসিন্দা আজিজুর রহমান চৌধুরীর ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী সৌরভ (৩৫), বাহুবল লামাতাশী এলাকার বাসিন্দা মৃত আব্দুল লতিফের ছেলে ৫ নং লামতাশি ইউনিয়ন আ-লীগের সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া (৬৫), লাখাই উপজেলার সন্তোষপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুল লতিফের ছেলে ২ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন (৩৮), সদর উপজেলার দেবেশ্বর এলাকার বাসিন্দা দেওয়ান কদ্দুস মিয়ার ছেলে ১০ নং ইউপি যুবলীগ নেতা দেওয়ান রানা মিয়া (৩৫)।