রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর মর্নিং মিটিং অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর মর্নিং মিটিং অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার ১৪ ফেবুয়ারী সকাল ৯ টার দিকে রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর মর্নিং মিটিং এবং ব্রেকফাস্ট অনুষ্টান রোটারিয়ান গোলাম সারওয়ার খান এর অনন্তপুর আইদিন হাউজে অনুষ্টিত হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান আজিজুর রহমান মান্নার সভাপতিত্বে ও রোটারিয়ান গোলাম সারওয়ার খানের পরিচালনায়, প্রোগ্রাম চেয়ার প্রেসিডেন্ট ইলেক্ট মো হাবিবুর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট মো: মনির হোসেন, ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট তাসকিরা আক্তার জুবলি, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ড: মো: নোমান মিয়া, ক্লাব এডভাইজার রোটারিয়ান পিপি ডা: জমির আলী, পিপি সফিকুল বারী আউয়াল,পিপি প্রফেসর নাজমুল হুসাইন, পিপি এম তবারক আলী লস্কর, পিপি তাহমিনা বেগম গিনি , পিপি সৈয়দ বাকী মো: ইকবাল, পিপি মো বেলায়েত হুসাইন সেলিম, আইপিপি সৈয়দ মো: আফজাল পিপি মো: হাফিজুর রহমান সুমন ,পিপি শাহ জোবায়ের, রোটারিয়ান প্রশান্ত কুমার দাশ, রোটারিয়ান এমদাদ, রোটারিয়ান শিউলি রানী দাশ, রোটারিয়ান কৃষিবিদ বীরেন্দ্র লাল দাশ, রোটারিয়ান দেওয়ান মিয়া, রোটারিয়ান নিয়াজ খান চৌধুরী, রোটারিয়ান আল নোমান তন্বয়, রোটারিয়ান এস এম হেমায়েত উল্লাহ, রোটারিয়ান কুতুব উদ্দিন শামীম, তারেক উদ্দিন সুমন সহ অন্যান্য রোটারিয়ান বৃন্দ প্রমুখ। রোটারিয়ান খান গোলাম সারওয়ার খান এর আতিথেয়তা ও সকলের ফেলোশীপ ছিল এক কথায় অসাধারণ। রোটারী ক্লাব অব হবিগঞ্জ প্রেসিডেন্ট মহসিন চৌধুরী সুন্দর আয়োজনের জন্য রোটারিয়ান সারোয়ার দম্পতিকে সম্মাননা গিফট প্রদান করেন।সুন্দর মনোরম পরিবেশে সকলকে আনন্দ দানের মাধ্যমে অনুষ্টান সম্পন্ন করতে সহযোগিতা করায় প্রেসিডেন্ট আজিজর রহমান মান্না রোটারিয়ান খান মো: সারওয়ারকে ধন্যবাদ জানান।পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেসিডেন্ট সভার সমাপ্তি ঘোষনা করেন।