হবিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে একদিনে গ্রেফতার ১৩

- আপডেট সময় : ০২:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
অপারেশন ডেভিল হান্টে গতকাল ১৪ ফেব্রুয়ারি একদিনে গ্রেফতার জেলা বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার যৌথ বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন,আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ (কদমতারা) গ্রামের মৃত হাজ্বী আলম উল্লার পুত্র চেয়ারম্যান আলী আমজদ তালুকদার (৭০), শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাসপুর গ্রামের আব্দুল গফুর আবু মিয়ার পুত্র উস্তার মিয়া (৪০), নিশাপট গ্রামের শাহা আলমের পুত্র মোঃ সোহাগ মিয়া (৩৩), চুনারুঘাট, উপজেলার আইতন গ্রামের আঃ জাহিরের পুত্র মোঃ হাবিবুর রহমান (৪৫), হবিগঞ্জ সদরের উত্তর চরহামুয়া গ্রামের মৃতঃ আঃ রশিদ চৌধুরীর পুত্র মোঃ কাউছার আহম্মেদ চৌধুরী দুলাল (৫৩), নিজামপুর গ্রামের মোঃ আঃ রহমানের পুত্র মোঃ রাসেল মিয়া (৩২), চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত মজলিশ মিয়া খানের পুত্র সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খান (৫৯), হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত রইচ উল্লাহর পুত্র মানিক মিয়া (৬৪), লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামের মৃতঃ কফিল উদ্দিনের পুত্র মোঃ বেনু মিয়া (৫৫), বাহুবল উপজেলার উত্তর হামিদনগর গ্রামের মৃত হাবিবুর রহমান সৈয়দ উল্লার পুত্র মোঃ মোখলেছুর রহমান (মাষ্টার) (৫০), মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মৃত করিম হোসেনের পুত্র আল আমিন (৩৬), রিয়াজনগর গ্রামের মৃত কদর আলীর পুত্র শাহজাহান মোল্লা (৪০), আলাবক্সপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আলী নেওয়াজ (৪৫)।