শায়েস্তাগঞ্জে র্যাবের হাতে ডাকাত দলের মূল হোতা ল্যাংড়া তালেব গ্রেফতার ।

- আপডেট সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
একাধিক ডাকাতি মামলায় অভিযোক্ত ল্যাংড়া তালেবকে গ্রেফতার করেছে র্যাব ৯। গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান করে র্যাব তাকে গ্রেফতার করে।
সে শায়েস্তাগঞ্জ উবাহাটা এলাকার বাসিন্দা মৃত আব্দুল শহিদের ছেলে।
গত ০৫ আগস্ট বিগত সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোকের কর্মতৎপরতা ও ডাকাতির হার পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।
গ্রেফতারকৃত ল্যাংড়া তালেব এর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় র্যাব তাকে গ্রেফতার করে।
শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-০৫/০২/২০২৫ খ্রি., ধারাঃ ৩৯৬ পেনাল কোড ১৮৬০; মূলে খুনসহ ডাকাতি মামলায় অভিযুক্ত ল্যাংড়া তালেব।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী ল্যাংড়া তালেবকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যাব৯।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।