সংবাদ শিরোনাম ::
ডেভিল হান্ট অভিযানে ৩ লীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৮৯ বার পড়া হয়েছে
মাধবপুরে অপারেশন ডেভিল হান্টের আওতায় ছাত্রলীগ,যুব লীগ ও শ্রমিক লীগের ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) ভোর রাতে তাদের গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১১ নং বাঘাসুরা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মানিকপুর গ্রামের করিম হোসেনের ছেলে আল আমিন (৩৬) মাধবপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রিয়াজনগর গ্রামের কদর আলীর ছেলে শাহজাহান মোল্লা (৪০) ও চৌমুহনী ইউনিয়ন যুব লীগের সহ সভাপতি আব্দুর রহমানের ছেলে আলী নেওয়াজ (৪৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।