চুনারুঘাটে স্ত্রীর পরকীয়ার জেরে ২ সন্তানসহ বিষপানে বাবার আত্মহত্যা

- আপডেট সময় : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
বিকাল বেলা দোকান থেকে মরিচ আনার কথা বলে ঘর থেকে বের হয়ে রাতেও আর বাড়িতে ফিরে আসেননি স্ত্রী! অভিমানে বাবা নিজের মেয়ে আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)-কে বিষপান করিয়ে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এ মর্মান্থিক ঘটনা ঘটে।
জানা যায়, স্ত্রীর পরকীয়ার জেরে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর ছেলে আব্দুর রউফ (৩২) অভিমান করে তার দুই কন্যাকে বিষপান করিয়ে হত্যার পর নিজেও বিষপানে করে আত্মহত্যা করেন। নিহত আব্দুর রউফের মা ও তার ছোট ভাই জানান, গতকাল বিকালে দুই মেয়েকে দোকান থেকে মরিচ আনার কথা বলে ঘর থেকে বের হয়ে যান তাদের মা, পরে রাতেও বাড়িতে ফিরে না আসায়। অভিমানে বাবা গভীর রাতে সবার অগোচরে দুই মেয়েকে বিষ দিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা ও খাদিজার মৃত্যু হয়। আব্দুর রউফ হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।
পরবর্তীতে সদর থানার এসআই জয়দেব পাল নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সূত্রে জানা যায়, একদিকে স্ত্রীর পরকীয়া অন্যদিকে সংসারে অভাব-অনটন এই কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। যা নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করেছিল। ঘটনার দিন রাতে স্ত্রী ঘরে না থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তিনি গভীর রাতে সন্তানদের বিষপান করিয়ে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যা করেন।
এবিষয়ে চুনারুঘাট থানার ওসি নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।