বিদেশে পাঠানোর কথা বলে কোটি টাকা আত্মসাৎ, ১ ব্যক্তি গ্রেফতার

- আপডেট সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর কথা বলে জনপ্রতি ১৫-২০ লক্ষ টাকা করে প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ মোঃ আসাদুজ্জামান চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সে নবীগঞ্জ উপজেলার মাকালকান্দী বড় আলাপুর এলাকার বাসিন্দা মৃত মনর উদ্দিনের ছেলে।
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টার দিকে শহরের শায়েস্তানগর এলাকা থেকে এসআই জয় পাল ও এক দল পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায় দীর্ঘদিন ধরে, হবিগঞ্জ শহরের ২ নং পুল এলাকার মক্কা ট্রাভেলস নামের আদম ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন মোঃ আসাদুজ্জামান চৌধুরী নামের ওই ব্যক্তি। এরপর বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার বসবাসরত মানুষদের ইউরোপে পাঠানোর কথা বলে প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও আছে তার বিরুদ্ধে। কয়েকটি মামলায় ওয়ারেনভুক্ত হয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার্স ইন চার্জ ওসি মোঃ আলমগীর কবির।