শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

- আপডেট সময় : ০১:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতদলের হামলায় মো: মহসিন মিয়া নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার ভোররাত ৪ টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত মহসিন মিয়া (৩৮) শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডে অবস্থিত গ্রামিন টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর সত্তাধিকারী ছিলেন।
সে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আঃ রহিম মাষ্টার এর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া ও ব্যবসায়ী মহসিন মিয়া। পথে উপজেলা খেলার মাঠের কাছে ডাকাতির শিকার হন তারা। এ সময় ডাকাতদল মোটরসাইকেল, মোবাইলফোন ও টাকা লুট করে নিয়ে যায়। সে সময় প্রাণ বাঁচাতে যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে মহসিন মিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।