লাখাইয়ে শিক্ষকের এমপিও বাতিলের জন্য জেলা প্রশাসকের পত্র প্রেরন

- আপডেট সময় : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা সুলতানার দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে সত্য প্রমানিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা শিক্ষক সৈয়দা সুলতানার বিরুদ্ধে এমপিও ও অপসারণের জন্য জেলা প্রশাসক ড.ফরিদুর রহমানের নিকট সুপারিশ পত্র প্রেরনের পর হবিগঞ্জ জেলা প্রশাসক ড.ফরিদুর রহমান গত ২৩ জানুয়ারী ২০২৫ ইংরেজি তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের নিকট এক পত্রের মাধ্যমে লাখাই উপজেলার মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এক সুপারিশ পত্র প্রেরন করেছেন মর্মে এক তথ্য সুত্রে জানা যায়। উল্লেখ্য সৈয়দা সুলতানার দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকা ও স্থানীয় দৈনিক প্রভাকর এবং দি মুসলিম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর তদন্তে নামেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন। তদন্তকারীর তদন্তে সৈয়দা সুলতানার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা সুলতানার এমপিও ও অপসারণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক এর বরাবর এই সুপারিশ পত্র প্রেরন করেছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।